sei pothe

সেই পথে যেতে চাই
মন থেকে পেতে চাই
নির্ঘুম রাত আজ
কালো পথে আলো নাই।

মন বলে আসবে
হাসিমুখে ভাসবে
অযাচিত স্বপ্নের
নীল পথে গান গাই।

রাতদিন প্রতিদিন
সেই পথ সীমাহীন
পাশে তুমি নাই আজ
গানে যেনো সুর নাই।

মুসাফির ছুটে যায়
আমাকেও নিতে চায়
বসে থাকি অসহায়
তুমি সহ যেতে চাই।

আলো পথে একা যাই
তুমি যেনো নীরবে
পাশাপাশি হেটে যাও
আমি দেখে ছুটে যাই।

আর কি আসবে
জীবনের দিন সব
হারিয়ে কোন পথে
আলো হাতে খুঁজে যাই।

তারাদের সাথে চলি
কথা বলি বাতাসে
আসবে জানি তুমি
ছায়াপথে মেঘ নাই।

মন বলে পাবো দিন
ঘুড়ি উড়াই আকাশে
দিন খুঁজে পেয়ে আজ
ঘুড়ির সাথে উড়ে যাই।

অলিউর রহমান খান
২৫.০২.২২