ekhono kande mon

মেনে নিয়েছে মানিয়ে নিয়েছি ক্ষত
সাগর যেমনি শুষে নেয় তার বক্ষে পৃথিবীর সব ক্ষত
ওরা আসবে চুপি চুপি সাগর সুনামি হয়ে
লণ্ডভণ্ড করে জানাবে সব ক্ষতের প্রতিবাদ একদিন
দেখ!

ওরা মানবেনা দেখেনিও!
ওরা মানবেনা ক্ষত!
ওরা মানবেনা!
দেখেনিও!

হারনি তোমরা, হেরেছি তো আমরা
আরো হার হয়তো আছে…
আছে হয়তো আরো
অপমান লজ্জা পরাজয়!
এ আমাদের প্রাপ্য ছিল না!

আর তোমরা?

তোমরাতো
অমর অক্ষত!
চির জাগরূক অমলিন!
তোমরা হারবে না কোনদিন!
পৃথিবী দেখবে নিশ্চিত একদিন
জেনো!

ওরা মানবেনা ক্ষত ! ওরা মানবেনা! দেখেনিও!
সহস্র সালাম রইলো তোমাদের!
নিশ্চিত থামবেই
হারানোর অস্রুধারা একদিন
সশস্ত্র সালাম থাকবে তোমাদেরই চিরদিন
এখোনো কাঁদে মন!