durotto

সাময়িক দূরত্বেও মাঝে মাঝে
ঘুচে যায় জন্মান্তরের ব্যাবধান…..
অভিমানগুলো হয় বাষ্পীভূত,
ঘনীভূত হয় ভালোবাসা…..

দূরত্ব কখনো বাড়িয়ে দেয়,
আকাঙ্খা আঁকড়ে থাকার…..
অনন্ত উষ্ণতার গল্প মাখা
এক রঙিন নকশীকাঁথার…..

বরষার গান যেমন ভেঙ্গে
ফেলে রাত্রির জমাট নীরবতা…..
তেমনি দূরত্ব বুঝিয়ে দেয় হৃদয়ে
জমা আছে কতটা ব্যাকুলতা….

মাঝে মাঝে দূরত্বের আবহ তাই মন্দ না……

শিমু কলি
১৬/০৬/২০২১ইং