তুমি মানুষ টা আমার এক অন্য রকম অনুভুতি
হৃদয়ের আষ্টেপৃষ্টে জড়ানো তুমি
খুব করে অনুভুত হয় তোমাকে
বলতে না পারার মতোই এক কম্পনে
মিশে গেলে কি ভাবে যেন হৃৎস্পন্দনে……
আমি বুঝতে পারি অনুভবে তোমাকে
কিন্তু কি বুঝতে পারি তা জানিনা
হয়তো প্রকাশের দোরগোড়ায় আসে না অনুভব
আসলে অনুভুতিটা কি লিখা সম্ভব?
লিখবে যে মানুষ অনুভূতির কথা
আসলেই সে যে খুব আজব……
তুমি অনুভব,অনুভূতি,তুমি কল্পনা
তুমি অন্তঃবৃত্তের কেন্দ্র বিন্দু
তুমি অস্তিত্বে মিশে থাকা অজানা অনুভূতি
প্রতিটি হৃৎস্পন্দনের অস্বাভাবিক এক কম্পন
কম্পিত হৃদয়ের অনুকথার অনুচারী রচনা
অনুভবের খেয়াল জুড়ে তোমারি পদচারনা……
তুমি এ কেমন অনুভুতি
যে অনুভূতিতে মিশে রয় তোমার অস্তিত্ব
অদৃশ্য তোমাকেও খুঁজে পাই অনুভবের আস্তরনে
হঠাৎ করে হারাই তোমার ভাবনায় অনুভবে অনুক্ষণে
এ অনুভূতির অনুভব আছে
নেই কোনো প্রকাশের পথ
নেই কোনো লিখার ভাষা
আছে শুধুই অনুভূতির দেয়ালে কল্পনায় লেখা
কিছু বলা,না বলা ছোট ছোট আশা……
তুমি আমার অনুভবের ছোট্ট অনুভূতি
কম্পিত ঠোঁটের না বলা কিছু মধুর গীতি
অল্প করে বলবো তোমায়
তোমার নামের অনুভূতি গুলো তারা করে আমায়……
চায় তোমাকে বার বার অনুভূতির শহরে
ভাবনারা দূরে গেলে মন গুমরে মরে
তুমি ফিরে এলে অনুভূতির শহরে
ভালো লাগার বাতাস বহে যে অনুভূতির শহর জুড়ে