তুমি আমার প্রেমিকা নও
তাই বলে, ‘ভালোবাসি না’,– এমন তো বলিনি কখনো!
যার আঘাতে জেগে ওঠে আমার অস্তিত্ব, আমার অহং
তাকে ভালোবাসি না, তাই কি হয়!
তুমি আমার বন্ধু নও
তাই বলে, শত্রু হবে–এমন তো হতে পারে না!
যার অনুপস্থিতি আমার মূল্যকে তুল্য করতে দেয় না
তাকে শত্রু ভাববো, তাই কি হয়?
তুমি আমার ছায়া নও
তাই বলে স্বতন্ত্র কায়া নও,—এমন তো নয়!
তোমার ছায়ার সঙ্গে লড়াই যখন আমার হৃৎস্পন্দন
তখন তোমার অস্তিত্ব স্বীকার করবো না, তাই কি হয়?
তুমি আমার প্রতিদ্বন্দ্বী নও
তাই বলে আমরা দ্বন্দ্বহীন,—এমন তো নয়!
তুমি লড়াই করছো তোমার জন্য, আমি আমার জন্য
একই গন্তব্যের পথিক আমরা প্রতিদ্বন্দ্বী? তাই কি হয়?