শোধ

সেদিন ভীড়ে এক সাথে পথ চলতে গিয়ে তোমায় কানে কানে বলেছিলাম — হাতটা ধরি?
তুমি ব্যঙ্গ করে শুধু হাসলে!
ঝুম বৃষ্টি দেখে তোমায় বললাম — চলনা ভিজি!
তুমি আকাশ থেকে পড়লে!
হুড খোলা রিকশায় চড়ার আবদারে তুমি আমায় বললে –ছোটলোক!
শাড়ির কুঁচি ধরতে বললে, তুমি বললে আধিখ্যেতা!
জুই ফুলের আবদারে ছুড়ে দিলে নোটের বানডেল
টঙ্গে বসে চা চাইলে তুমি আবারও করলে কথার চপেটাঘাত!
একদিন গায়ের পথে হারাতে চাইলে বিদ্রপে ভেজালে আমায়,
সমুদ্র স্নানের আহবানকে তুমি বললে বুড়ো কালের ভীমরতি!
মন ভাঙার অসহ্য ব্যাথায় অবশেষে আমি মুক্তি চাইলাম,
খুলতে চাইলাম সোনার শিকল তুমি বেঁধে রাখলে দ্বায়িত্বে।
খুব করে চাইলাম ঘুমাতে তুমি আমায় দেখালে মিথ্যে স্বপন,
মায়া কাটাতে গিয়ে দেখলাম তোমার শোকেসে আমি বন্দি বাসি ফুল,
অবশেষে একদিন আমি স্বাধীন হলাম,
আমার স্বপ্নালু দুটি চোখে আঁকা রইলো কিছু সাগর,পাহাড়, নদী আর ঘাসফুল,
শুধু কানে বাজলো তোমার বুকের তীব্র হাহাকার,
আমি সেদিন ই শুধু স্মিত হাসলাম।

Leave a Comment