রুপার মনের আয়না

Photo of author

By লীনা ফারজানা

রূপা বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে দেখছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। মনে হচ্ছে কিছু পরেই বৃষ্টি শুরু হবে। ঝুম বৃষ্টি রূপার দারুন ভালো লাগে আর মনের ভাবনা গুলোও মনের অলি গলিতে হোঁচট খায়। রূপা বাসায় একা আজ। ঘরের কাজ ও অনেক্ষন আগেই শেষ হয়েছে।

ছাদে যেতে হবে এবং বৃষ্টিতে ভিজতেই হবে আজ। খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। রুপা ছাদে চলে এলো বৃষ্টির অপেক্ষা। সেই ফাঁকে ছাদের গাছ গুলোর সঙ্গে থাকলে মন্দ হয় না। সকালে ফোঁটা ফুল গুলো অনেকটা নেতিয়ে পড়েছে। তবুও ফুলগুলো দেখে রূপার ভালোই লাগছে।

ছাদের এক কোনে প্রতিদিন বিভিন্ন রকমের পাখি আসে। তার অনেকটাই কারন হলো রূপা পাখিদের মাঝে মাঝে খাবার দেয়। পাখিদের দেখতে রুপার বেশ ভালো লাগে। বিশেষ করে ঘুঘু পাখি গুলো দেখতে দারুন লাগে। দূর থেকে রুপাকে দেখেই উড়ে যায়। শালিক , টুনটুনি, দোয়েল , কাক আসে। তবে কাক দেখলেই রুপার বিরক্ত লাগে।

বৃষ্টি শুরু হয়ে গেলো। রূপা অনেক দিন পরে ভিজছে। সেদিনের অনিমেষের বকা খাওয়ার কথা মনে পরে গেলো। হোক না আবার জ্বর তবুও রূপা ক্ষনিকের আনন্দ টুকু উপভোগ করতে চায়। বৃষ্টি আরো যে বেড়েই চলেছে। রূপার মনে এক অন্য রকম ভালোলাগা কাজ করছে। এই ভালোলাগা টুকুই রূপা ধরে রাখতে চায় তার মনের আয়নায়।

লীনা ফারজানা
৭ সেপ্টেম্বর,২০২১ইং