biyer gate

শারমিনের যখন বিয়ে হয় তখন কতই বা ওর বয়স! টিনএজ ও পেরোতে পারেনি। হঠাৎ করেই বিয়ে হয়ে গেল। তমাল এফআরসিএস করতে বিলেতে যাবে। এমন সুপাত্র বাবা হাতছাড়া করতে চাইলেন না। মাসের শেষ বিষুদবারে বিয়ের একটা ভাল দিন দেখে পাকা কথা দিয়ে দিলেন। পন হিসেবে মাত্র দুই! লাখ টাকা। এমন পাত্রের জন্য এটা কিছুই না। আর শারমিনটাও কেমন! কোন প্রতিবাদ নাই। দিব্যি রাজি হয়ে গেল!

আমরা সারারাত খেটে কলাপাতা, নারিকেল পাতা আর বাশের চাটাই দিয়ে বিয়ে বাড়ির তোরন সাজিয়ে ফেললাম। গেটের কাছে গুঁজে দিলাম একগুচ্ছ লাল গোলাপ। সেটা অবশ্য মমিনুদ্দীদের বাড়ি থেকে চুরি করা। সে আর এক কাহিনী।

গেটের ছবিটা তুলে রেখেছিলাম। এতদিনেও স্মৃতিটা রয়ে গেছে!

চলবে…