অজান্তেই মনের চোখ দিয়ে
নিজের দিকে তাকালাম
আমার ভেতরটা কে
আমূল নাড়িয়ে দিয়ে।
এখন মেঘ সাম্রাজ্যেরও
বুঝি পতন হলো।
বৃষ্টির পানিতে
মাটির সোদা গন্ধে
আমি বিভোর।
রঙিন প্রজাপতি মনের
পাল তুলে
আমার অতিথি হল।
আমি বিভোর হলাম!
হাসনাহেনার গন্ধে
ভুর ভুর করে আমার অঙ্গন।
কিন্তু, সেখানে আচমকা এমনি করে
কবে যে চর পড়ল!
যৌবন স্মৃতিতেও হয়
স্তরময় স্তর।
না আমি উদভ্রান্ত হইনি,
সংসার ঘুরপাক ঘিরেই পড়িমরি।
ধ্বস্ত-বিধ্বস্ত সময়,
আদর পাকিয়ে
ফিসফিসিয়ে বলে
চলো নদীর ওপাড়ে যাই।
ওখানে তোমার
কত রসময় স্মৃতির
টইটম্বুর চুপচাপ।
মাঝে মধ্যে যেয়ে
যত্ন নিয়ে এসো।
ফৌজিয়া সুলতানা
৯/৯/২২