বিনাশিত স্বপ্ন

স্বপ্ন গুলো সেই কবেই থমকে গেছে,
আটকে আছে–
মাকড়সার জালের ঠিক মাঝ বরাবর,
ঝনঝন শব্দ লহরীতে —
টুকরো টুকরো স্বপ্নেরা আজ,
চারিদিক ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য স্বপ্নের লাশ,
এভাবেই ঠুকরে ঠুকরে খেয়ে যাবে কি-
অগণিত নাম না জানা কাক আর শকুনের দল?

আকাঙ্ক্ষা গুলো আজও ভাঙ্গা মনোরথে দাঁড়িয়ে ,
যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে –
জমকালো পিচ ঢাকা মাঝ রাজপথে,
এভাবেই বেঁচে রবে যুগের পর যুগ কেউ ,
বান্ধবহীন হৃদপিণ্ড জুড়ে একাকী অবসন্নতায়।

চাই একটু নির্মল বিশুদ্ধ হাওয়ার মায়া,
চরমপন্থী এই ফুসফুসের নান্দনিক বাঁচার আক্ষেপ,
চাই একটু সজীব ভলোবাসা আর ওষ্ঠে উষ্ণ চুম্বন।
আমরা বাঁচাতে পারিনি আমাদের স্বপ্নকে,
পারিনি বাঁচিয়ে রাখতে আমাদের সাংবিধানিক অধিকার,
আমরা বাঁচাতে পারিনি আমাদের এই গ্রহটিকে।

আমাদের স্বপ্নেরা অপ্রচলিত পথে ছুটে চলে,
তাইতো তাদের পা আজ ক্ষতবিক্ষত,
অনর্গল রক্ত ঝরতে ঝরতে মুমূর্ষু,
তবুও তারা ছুটে চলে দুর্দম,
স্বপ্নবাজ প্রাণবন্ত আত্মারা সব নেমে এসেছে-
কবরের অন্ধকার সুবিশাল নির্জনতায়।

প্রলোভহীন ভালোবাসায় আমরা–
হাজার বার পিষ্ট হচ্ছি বিত্তের বিনাশী চাকায়,
নিকোটিনের তিক্ততায় –
সংকুচিত হচ্ছে আমাদের রক্ত প্রবাহিত নালী সব,
প্রতারণাহীন আমাদের সমগ্র বিশ্বাসে জ্বলে বিক্ষুব্ধ আগুন,
গাঢ় অন্ধকার তাকে পোড়াতে পারিনি বলে, নিজেই নিজেকে পোড়ায়।

আমাদের স্বপ্ন ছিলো একটি সাদা গোলাপ,
সমতার বন্ধনে একটি নীলাদ্রি আকাশ,
স্বপ্ন ছিলো এক প্রশান্তিময় নিদ্রার রাত,
ছিলো এক শাশ্বত হৃদয়ের মনোমুগ্ধকর প্রেমালাপ,
কিন্ত কোথাও নেই স্বপ্নের লেশ চিহ্ন,
কোথাও আমাদের স্বপ্নের কোনো সূচনা নেই,
আমাদের স্বপ্নগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে মাংস ভোজী হিংস্র বাজপাখির দল।।

মোঃ হাবিবুল হক চয়ন।
মিরপুর,ঢাকা/ ০৮.০৯.২০২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!