নির্বাসন

Photo of author

By Shimu Koli

এমনি এক হেমন্ত দিনেই
তোমাকে পাঠিয়েছি নির্বাসনে…
সঙ্গে দিয়ে দিয়েছি আমার
মুঠোবন্দি সবটুকু সুখ….
ঝড়া শিউলির মতো টুপটাপ
ঝরে পড়া আমার চোখের
শিশির তো তুমি দেখনি….
দেখনি বিরহী হৃদয়ের শূন্যতা,
শুধু দেখেছো আমার বিমুখতা
সেই ভালো তবে —–
নাহলে বিরহ ভালোবাসবে কিভাবে!!

সেদিন নির্বাসনে পাঠিয়েছি
আমার সব স্বপ্নগুলোও….
যেভাবে আলো নিভে যায়
সেভাবে নিভিয়ে দিয়েছি
আমার সকল আনন্দ আলো,
স্মৃতির নুড়ি কুড়িয়ে
দুঃখগুলোকে নতুন করে
বেসেছি ভালো……

অন্তরঙ্গ আকাশ আমার
আর কখনো দেয়নি
চাঁদের আলো…. তবু
আকাশটাই বড় আপন….
কখনো উদাস মেঘে ভেসে
আসা কুশল বার্তাই হয়ে যায়
ভালো থাকার একমাত্র আশ্রয়…..

বিষন্ন দৃষ্টি নিয়ে প্রকৃতির দিকে
চেয়ে থাকি…..
সেখানে নেই কোন প্রিয় রং
যা প্রলুব্ধ করে আমায়….
একবুক তৃষ্ণা নিয়ে সাগরের
দিকে চেয়ে থাকি…..
বিশাল জলরাশিতেও নেই
আমার একটু তৃষ্ণার জল…..

তুমি জাননি,
কেনো ধরেছি মৌনব্রত
শব্দহীন নির্জন দ্বীপে….
কেনো শিলালিপি করে রাখি
আমার সকল মুখরতা….
জাননি, জানবেও না…
তুমি শুধু দেখেছো আমার
নিস্প্রভ নীরবতা….
তবে সেই ভালো,
নাহলে বিরহ ভালোবাসবে কিভাবে!!