মন হরিণীরে!
ভেসে ওঠো নয়ন মণিতে বারেবারে।
পাগলপারা মন ছোটে এপার থেকে ওপার,
কখন পাবো দেখা কল্পতরু স্তম্ভ পাহাড়।
তেপান্তরের ধূধূ মাঠে মরীচিকা চোখে জাগে,
মারীচ যেমন ধোঁকায় রাখে স্বর্ণ হরিণ সাজে।
হাতের নাগালে এসেও ফোসকে যাও দূরে,
আমি কি তবে থেকে যাব ব্রহ্মচারী রূপে?
আমার ভালোবাসা নিরাকার তবু অনুভবে জাগে,
হৃদয় প্রলেপ সরিয়ে দেখ মধুর বাদন বাজে।
দক্ষিণা জানালা রয়েছে খোলা মাতাল বাতাসের অনুরণন,
মৃগ নাভি ঘ্রাণ প্রবেশে হৃদয় করে চনমন।
ফল্গুধারায় রাঙ্গিয়ে তনু প্রিয়া আসে ফুল হাতে,
মোর বিরহের দিন অবসান এই গোধূলি ফাগে।
সুরজিৎ পাল
১০.০৩.২০২২