Select Page

মোহ-মায়া

ভালোবাসা “‘প্রেম”! সে তো অবিনশ্বর নয়
সময়ে বয়সে পাত্রে রঙের বদল হয়!
আদিকাল থেকে অনন্তে যার মোহ-মায়ায় পড়ে
কতো শত জন হয়েছে পাগল বিবাগী,
আর দিয়েছে আত্মবিসর্জন!

দিগন্ত বিস্তৃত মাঠের প্রান্তে
আকাশ আর মাটির মিলন দেখে
আমাদের পার্থিব নয়ন!

কিন্তু হায়, যতই কাছে যাওয়া যায়
কাছ আরও দূরে যায় —
যেতে যেতে বলে যায় আকাশ
আর মাটি সেতো কখনো ই মেলার নয়
অযথা ছুটোনা মোহমায়ায়
থাক নিজ ভূমে শেঁকড় এর শক্ত বাঁধনে
ছুটোনা অহেতুক মরিচীকা র পানে।

ফাতেমা_হোসেন
৫/৪/২০২১

About The Author