Select Page

মায়া

মায়া একটা ভিষণ অসুখ,
এই অসুখে আক্রান্ত প্রত্যেকের
হৃদয়ে থাকে একটা গহীন জলের নদী,
কষ্টের একবিন্দুতেই যা এনে দেয় প্লাবন….

মায়া একটা ভিষণ অসুখ,
এই অসুখে আক্রান্ত প্রত্যেকের
নিউরনে থাকে একটা ভালোবাসার বীজ,
যা অংকুরিত হয় প্রতিদিন নতুন করে…..

মায়া একটা ভিষণ অসুখ…….
ছোঁয়াচে, সংক্রামক ব্যাধির মতো
এ অসুখ ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে….

শিমু কলি
০৯/০৮/২০২১ইং

About The Author