আমি এখন মানুষ খুঁজি
মনে মনে মানুষ খুঁজি
দিন চলে যায় রাত কেটে যায়
ভোরের আলো ফোঁটার সময়
তখন আমি মানুষ খুঁজি।
দিনের আলোর সবুজ পাতায়
কাদামাটির খেলার মাঠে
বাঁশের ঝাড়ে খোলা হাওয়ায়
শুধুই আমি মানুষ খুঁজি।
রাতের তারায় চাঁদের আলোয়
বনের মাঝে, নদীর পারে
দিগন্তের ঐ সেই সুদুরে
আমি এখন মানুষ খুঁজি।
পথের কাছে, গাছের কাছে
বিষন্নতার সেই বাতাসে
পাখির কাছে, মাছের কাছে
আমি তবু মানুষ খুঁজি।
জলের ছায়ায়, রোদের কাছে
সবুজ ঘাসের সেই শিশিরে
কচুপাতায়, লেবু পাতায়
এখন কেবল মানুষ খুঁজি।
বটের কাছে, আমের বনে
ধান বাগানের বিশাল ঢেউয়ে
কাশবনের সেই শুভ্র সাদায়
আমি এখন মানুষ খুঁজি।
পাল তোলা সে নাউয়ের কাছে
কচি পাতা লাউয়ের ডগায়
কিচিরমিচির চড়ুই পাখি
ওদের কাছেও মানুষ খুঁজি।
মানুষ কেবল খুঁজেই বেড়াই
আসল মানুষ কোথায় যে পাই
প্রাণ হারিয়ে যায় যে দুরে
তবু আমি মানুষ না পাই।