Jannat

আবার যাবো তোমার বাড়ি
ফিরবো তোমার কাছে
দেখা হবে ঠিক আমাদের
এই আশাটা আছে।

সেদিন প্রথম গিয়ে ছিলাম
লাল শাড়িতে সেজে
এবার না হয় সাজবো আমি
শুভ্র সাদার মাঝে।

সেদিন ছিলো আমার মনে
অজানা এক ভয়
আজও আবার নতুন করে
বাড়ছে যে সংসয়।

কি হবে? আর কেমন হবে?
আসছে নতুন দিন
সেই ভাবনায় এখন আমার
বুক করে চিন চিন।

নতুন রুপে দেখবো তোমায়
পাবো নতুন সুখে
জান্নাতের ঐ নুরের আলো
থাকবে তোমার মুখে।

মিস্টি তোমার ঐ হাসিতে
ঝরবে মুক্তা মনি
সেই হাসিটা দেখে আমার
জুড়াবে নয়ন খানি।

হুর- পরীদের সাথে থেকেও
বাড়িয়ে দিবে হাত
অবশেষে পূর্ণ হবে
প্রতিক্ষার দিন-রাত।

আবার মোরা মিলবো গিয়ে
রোজ হাশরের মাঠে
সেই আশাতে এখন আমার
দিনগুলো যে কাটে।

জান্নাতে ই হবে মোদের
নতুন বসত বাড়ি
সুখ আনন্দে গড়বো বসত
এই দুনিয়া ছাড়ি।

হেনা আক্তার
৭ই মার্চ, ২০২২ইং