জীবনচক্র

Photo of author

By Shahnaz Pervin Mita

সুর্যমন্ডলের ওই চারিধার
জীবন কী ঘুরছে চক্রাকার,
নিঃশেষ হয় কি ঘুরে ঘুরে
অস্বিত্ব এই মানব জনমের।

তারই মাঝে ছুটে চলা প্রানের
অবিরাম গতি দিনশেষে রাতে,
সময় বয়ে চলে ক্ষণে ক্ষণে
মুহূর্ত মিনিট ঘন্টা দিন বছরে।

পার হই সময় শৈশব কৈশোর
তারুন্য যৌবনের পর আসে বার্ধক্য ,
কমে আসে গতি জীবন ধীর স্হির
স্বপ্নগুলোও স্বপ্ন দেখায় না আর।

তাই বেঁচে থাকতে চাই নবীনের
মাঝে যে স্বপ্ন দেখে নতুন সময়ের ,
পৃথিবী বদলের ধারন করে হৃদয়ে
আমার অপূর্ণ স্বপ্ন তারই অন্তরে।

সময়ের কাছে প্রার্থনা একটু সময়ের
আপন স্বপ্ন সবার মাঝে বন্টনের।