কে তুমি কে…
বলো তুমি কে?
আড়ালের আঁধারে
নিজেকে লুকিয়ে
ভাবনার সাগরে
ডুবিয়ে দাও আমায়।
নীলাঞ্জনার ডাকে
মৃদু হওয়ার তালে
একবার নেচে
যাও না তুমি।
লুকোচুরিতে দু পায়ে
রিনিঝিনি নুপুর
বাজে বলে
তোমার সন্ধানে
ছুটে চলি বহু রাত্রি।
ধরাও দাও অদৃশ্য
অনুভূতি ধরা দাও…
খেয়ালে বেখেয়ালে
মনের দেয়ালে
ঝুলে যাওয়া
ঘড়ির কাটার মতো।
খুঁজে চলি খুঁজে মরি
মনের আড়ালে
নয়তো হৃদ মাঝারে
তবুও না পাই তোমার
ছায়ার দেখা…
অচেনা,একবার দৃষ্টি
মেলে তাকাও,
আড়াল কে আড়াল
করে ফিরে এসো
সম্মুখ দুয়ারে…
শান্তি,প্রশান্তির
বাতাসে দোলাও হৃদয়
মনের সুবাসে
ভরাও অতৃপ্ত প্রাণ।
কবিতার ছন্দে নয়
অগোছালো কথায়
ফিরে পেতে দাও তোমার
আড়ালের তুমি কে,
কে তুমি কে? বলো তুমি কে?
✍️কামরুন্নাহার বীথি