জোনাকীর আলো

ছোটো বেলায় বার্ষিক পরীক্ষা শেষে নানা বাড়িতে বেড়াতে যেতাম।
জোস্না রাতে বড় ভাই ও ছোটো খালাদের সাথে উঠোনে নেমেই
দেখতে পেতাম জোনাকীর ঝাঁক।
পেছনে আলো জ্বলছে বেশ আনন্দ পেতাম।
আমিও পিছু নিতাম ধরবো তাই।
নাগালের বাইরে ছিলো যে, ধরা কঠিন কাজ।
আলো জ্বেলে উড়ছে তো উড়ছেই দেখে
ভাবতাম, সম্ভব এমন আলো ছড়ানো কিভাবে।
মাঝে মাঝে ঘরে এসে আলো ছড়াতে দেখতে পেতাম।
কিযে ভালো লাগতো।
বন্ধু দের কাছে শুনেছিলাম জোনাকি ঘরে এলে প্রচুর টাকা আসে।
অনেক কষ্ট করে ধরেই মামাদের শার্টের পকেটে ভরে দিতাম।
ভাবতাম, টাকা আসবেই আর আমি
সবাইকে সেই টাকা দিয়ে সাহায্য করবো।
জানি না আমার মতো এমন ভাবনা কারো মনে জেগেছে কিনা।
তবে আমার বেশ ভালোই লেগেছিলো।
এই ভাবনা গুলো মাঝে মাঝে ভাবলে মন্দ কি?
এখনো মিস করি জোনাকীর আলো।

লীনা ফারজানা
২৮ /৬/ ২০২১