পা বাঁধলি হাত বাঁধলি আরও বাঁধলি চোখ
দেহ করলি টুকরা টুকরা ছেদন করলি বুক
চোখ খুলে নিলি তোরা মাথায় করলি গুলি
তবুও কি আমি আমার জন্মভূমি ভুলি
ছেলে জওয়ান বুড়ো মিলে গেল সবে যুদ্ধে
ভাই বাপ ও যুদ্ধে গেল বন্ধুক মার কান্ধে
সিঁথির সিঁদুর মুছে গেলো বউ হরি দাসীর
জরি বুবুর ইজ্জত নিলি জব্বর খবর খুশীর!
ডুব সাঁতারে গুলি করলি
কোলের শিশু আছাড় মারলি
বোনের ইজ্জত কেড়ে নিলি
মায়ের আব্রু নাই রাখলি
গরু ছাগল নিয়ে গেলি
গেরস্তের উগার* লুট করলি
রক্ত গঙ্গা বইয়ে দিলি গেরস্তের বাড়ি
রাস্তাঘাট পুড়লো কতো দিলি না ছাড়ি
দালান কোঠা মিশিয়ে দিলি ধূলোবালির সাথে
মাটির ঘর পুরো কানা মিল চালনির সাথে
সে ঘরেতেই মারা গেলো তিন জনমের প্রাণ
সবার কবর একখানেতে স্বপ্ন খান খান!
হাজার স্বপ্ন হাজার আশা বাংলা মাকে ঘিরে
জেনে নে তুই ওরে ঘাতক ‘বাড়ে বন পুড়ে’।
নোটঃ *উগার- কৃষকের শস্যের গোলা।
সামছুদ্দোহা ফজল সিদ্দিকী
২৬/০৩/২০২২