নিস্তব্ধতা ভেঙ্গে হঠাৎ
একটা আওয়াজ হয়েছিলো…
ওটা নাকি ছিলো মৃতসাগরের কান্না ;
আশেপাশে থেকে ছুটে এসেছিলো
কিছু তরুন তরুণী,
তাকিয়ে ছিলো উৎসুক চোখে…
সহসাই কোথা থেকে ভেসে
এলো কাঠালচাঁপার গন্ধ…
নিমিষেই ধোঁয়াশা কেটে
উজ্জ্বল হলো আলো….
ইশ্বরীর মতো এক নারী…
হাতে তার রক্তাক্ত এক হৃদয়
মুখে জয়ের হাসি…
বিচ্ছুরিত তার আলোর পাখা,
সে কি উড়ে যাবে!!
নীরবতা ভেঙ্গে
বাতাসের নুপুর বাজিয়ে
সে চলে গেলো
মৃতসাগরের ধার বেয়ে..
রেখে গেলো
কিছু অট্টহাসির রেশ…
আর হৃদয়হীন এক যুবকের
মৃত আত্মা পড়ে রইলো
অভিশপ্ত প্রেতাত্মার মতো…।।
শিমু কলি
২০/০৮/২০১৯ইং