oprokashito

সব প্রেম প্রকাশিত হতে নেই
কিছু প্রেম অপ্রকাশিতই থাক,
কবির কবিতার মত।

কত কবিতা তার খেরো খাতায়
কাটছে আর লিখছে,
লিখছে আর কাটছে
কিন্তু সব আলোর মুখ দেখতে পায় না।

কিন্তু তাতে কি কবিতায় ভালোবাসা প্রকাশ
কিছু কি কম হয়!
হয় না, প্রকাশিত অপ্রকাশিত সবই
চলে কবির মনে সমান ভাবনায়।

~শাহনাজ পারভীন মিতা