হেমন্ত আসে ঘাসের বুকের ঝলমলে শিশির কণায়
কুঞ্জবনে পুষ্পমঞ্জুরীর লুকোচুরিতে
পাখপাখালির ঝাপটানো ডানার পালকে পালকে
পালতোলা নৌকার পাটাতনে
বালিকা বধুর সিঁথির সিঁদুরে।
হেমন্ত আসে গোয়ালীনির দুধের উপচানো স্বরের প্রলেপে
মধ্যাহ্ন দুপুরে স্নানেমত্ত উলঙ্গ বালকের সাঁতরানো জলে
মেঠোপথে পল্লীবধুর নুপুরের ঝঙ্কারে
একতারা হাতে বৈষ্ণবীর রূপোর থালে।
হেমন্ত আসে পূর্ণিমা চাঁদের ঝলসানো আলোয়
ডালিয়া, গাঁদা,আর সরিষা ক্ষেতে মৌমাছির গুনগুনানিতে
বিধবার শুভ্র থানের ভাঁজে ভাঁজে
কাঁচা পাকা ধানের সোনালী সাজে।
হেমন্ত আসে কৃষাণীর গোলায় ভরা সৌরভে
পাকা ধানের মৌ মৌ গন্ধে নবান্নের পিঠা পায়েসের বারতায়
নিকোনো উঠোনে,নাইওরির নায়ে
মর্মরে ঝরা পাতায়,মহাজনের হালখাতায়।
হেমন্ত আসে চায়ের কাপে
মাঝি মাল্লার ভাটির সুরে
পালাগান,জারিগান বেহুলা লখিন্দরের ভেলায় চড়ে।
ফরিদা আখ্তার মায়া
১০ই ডিসেম্বর, ২০২১ইং