হাসিমুখের গল্পগুলো
রুপকথা হয়ে গেছে….
মুখর কথার ফুলঝুরিটা
চুপকথা হয়ে গেছে….

কেউ বোঝেনি কেউ দেখেনি
অলক্ষ্যে তার মৌনতা…..
দুঃখ গরল পান করে সে
নিজেই নির্বাসিতা….

শিমু কলি
১৩/১০/২০২০ইং