এলোমেলো

Photo of author

By Kamrun Nahar Bithi

আমি লিখবো তোমায় নিয়ে
সুন্দর বিকেলের মৃদু হাওয়ায় ঝড়ানো পাতার
শুষ্কো আবেশ মিশিয়ে,,,

বহুকালের জন্মানো বকুলের
শিকর উপরে ফেলার পরও যেমন
তার স্থানে ক্ষত সৃষ্টি হয় সে ভাবেই,,,,

খুব গাঢ় কালিতে লিখবো
হৃদয়ের রঙে মনের কলমে
মন ভেঙ্গে গেলেও লেখাটা
ভাঙ্গা মনের দেয়ালে স্পষ্ট রূপে ঝুলবে,,,,

কিন্তু তোমায় নিয়ে কি লিখবো?
কথারা তো ভীর জমায় মনের ঠাঁয়
অদৃশ্য আত্নার কালোর মাঝে নীলের
আবছা ছোঁয়ায় যে বর্ন ধারন করে,,

লিখলে পড়বে তো?
আমার তোমাকে বলা না বলা কথা গুলো?
জানি পড়বে,হয়তো দু-চোখের পাতাও ভিজবে
কারন,এ রং তোমারি দেওয়া,,,,,,

অনুশোচনার সাগরে ভাসবে
খুঁজবে অতীতের সাদা-কালো আমি টা কে
কিন্তু খুঁজলে শুধুই পাবে অনুভুতির উড়ন্ত বালি
আমি তো এখন তোমার রঙে রঞ্জিত এক
ব্ল্যাক ব্লু হয়ে বেঁচে রয়েছি অচেনা
একাকিত্বের শহরে,,,,,,,,,