প্রিয় দিদি

প্রিয় দিদি,,❤️
জানিনা কেমন আছো তুমি!
জানো তোমাকে খুব করে মনে পড়ে
যখনি মন খারাপ হয় তখনি
আমার মন খারাপের সময়টা তে তোমাকেই সব চেয়ে বেশি কাছে পেয়েছি।

দিদি,.,
তুমি জানো
তুমি চলে যাওয়ার পর তোমার মতো করে কেউ আমার ভালোবাসে নি
কেউ আমাকে বুবু বলে একটা ডাক দেয় নি
আজ প্রায় ১ বছর হলো তোমাকে হারিয়েছি
তুমি থাকলে না জানি কতো হাজার ডাকে আমায় ডাকতে তুমি

দিদি,.,
তুমি না আমাকে সেলাই মেশিন কিনে দিতে চেয়ে ছিলে
নিজের জামা নিজে বানাবো এটা ভেবে আফসোস করতাম বলে
জানো তো,আমি আমার স্বপ্নের সেই সেলাই মেশিন টা কিনেছি।
তুমিও বলতে আমাকে নামাজের হিজাব বানিয়ে দিও বুবু
এভাবেই দুজন কতই না গল্প করতাম,,,
কিন্তু আমার আশাটাও আর পুর্ন হলো না,,.
তোমাকে হিজাব টা আর বানিয়ে দিতে পারলাম না
আরও বলতে,.,আমার বিয়েতে তুমি নাচবে
বাড়ি আলো করে আলোক সজ্জা করবে,,.
কতই না মধুর মধুর স্বপ্ন আশা ছিলো তোমার আমাকে ঘিরে
তাহলে কেনো চলে গেলে স্বপ্ন গুলো অপুর্ন রেখে
এভাবে হঠ্যাৎ তোমার বুবুটা কে একা করে!
ভাবতেও পারিনা।

যখনি তোমার শাড়ী, ওর্না গুলো চোখের সামনে পড়ে
খুবি খারাপ লাগে জানো তো
তোমার চুড়ি গুলো আমি সযত্নে তুলে রেখেছি
মাঝে মাঝে বের করে দেখি,,,
রাতে যখন ঘুম ভেঙ্গে যায় মনে হয় তুমি জিজ্ঞেস করছো.,,
বুবু পানি খাবা?

জানো,
আমি এখনো আগের মতই আছি
রোজ রাতে উঠে পানি খাই কিন্তু শুধুই তুমি নাই।

দিদি তুমি জানো,.,
তোমার আর দাদুভাইয়ের কবরের মাঝখানে একটা গোলাপ চারা লাগিয়েছি,,.
ফুল আসার অপেক্ষায় আছি
এটাই কেনো জানি মনে হয়—
ফুল আসলে বুঝবো তুমি আর দাদুভাই ভালো আছো

বুকটা ফেটে যায় দিদি,,,
এভাবেই একদিন একদিন করে সব প্রিয় মুখ হারিয়ে ফেলবো
আল্লাহ তোমাকে ওপারে ভালো রাখুক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!