একুশ মানে প্রাণের ভাষা,
একুশ আমার গর্ব।
ধন্য মোরা, ধন্য একুশ,
রক্ত দাতাদের জন্য।
একুশ মানে রক্তের বন্যা,
রক্তাক্ত মায়ের কোল।
একুশ মানে রক্তাক্ত মাঠ,
শীতল সবুজ ঘাস।
একুশে দিয়েছে অনেক রক্ত,
যারা বাংলার ভক্ত।
একুশ মানে ভাষা শহীদের,
মায়ের কোলে রক্ত।
একুশ মানে আত্মত্যাগ,
মায়ের ভাষার জন্য।
একুশ মানে গর্বিত মোরা,
ভাষা শহীদের জন্য।
অর্পন বড়ুয়া