একলা

বৃষ্টি বাদলা
বসে আছি একলা,
মনটার মলাটে
আকাশের ঘোলাটে
এলোমেলো ভাবনা।
কেউ আছো
কেউ আছো?
আসো!
আসো!
করে নিতে আপনা…