দূয়ারে দাঁড়ায়ে ফাগুন

Photo of author

By Zeenat Alam

চিত্ত দূয়ার মুক্ত করে
মন হারায়ে সুদূর পারে
রবির আলো ছড়ায় প্রাণে
ফাগুন হাওয়ায় এ মন টানে।

বলেছিলে তুমি আসবে তবে
আসবে যবে ফাগুন
তাইতো মনে লাগলো দোলা
লাগলো বনে আগুন।

শিশির যে আজ হিরক রূপে
সবুজ গালিচায়
মৌ-পিয়াসে ব্যস্ত ভ্রোমর
ফুলের বাগিচায়।

প্রিয়র তরে বকুলের মালা
গেঁথে যাই আজ তাই সারা বেলা
কোকিল যে তার সুর ধরেছে
সেই সুরে মোর মন মেতেছে।

মনে আজ এ কোন দোলা
দিয়ে যায় ফাগুন হাওয়া
নাচে মন গানের সুরে
প্রিয় মোর ঘরের দ্বারে।

২৮শে জানুয়ারী ২০২১
সময়ঃ রাত ১২:০১