ধর্ষণ – এক নষ্ট শব্দ

Photo of author

By Shimu Koli

ধুলো ওড়া একটা দুপুর,
শ্যাওলা জমা সবুজ পুকুর ;
শান্ত এক কদম তলা,
মাছরাঙাটার জলের খেলা…

শুকনো পাতা মর্মরিয়ে
দুজোড়া পা হাঁটছিলো…
সাদা পালক রাজহংস
পুকুর জুড়ে ভাসছিলো…..
আর নুপুর পড়া পা দুখানি
ঝুমঝুমিয়ে বাজছিলো….
সূর্য তখন ঘরে ফেরার
আয়োজনে বুঁদ ছিলো…
নুপুর পড়া পা দুখানি
ঝুমঝুমিয়ে বাঁজছিলো…

সন্ধ্যা হতেই পুকুর পাড়ে
নষ্ট বাতাস বইছিলো…
জোনাক ফোটা অন্ধকারে
পিশাচ কতক হাঁটছিলো….
কোথাও কি কেউ কাঁদছিলো!
না, একটা পেঁচা ডাকছিলো….
শুকনো পাতা মর্মরিয়ে
নষ্ট বাতাস বইছিলো….
সন্ধ্যা তারাও জ্বলছিলো
সবুজ পুকুর রং হারিয়ে
গোপনে কি কাঁদছিলো??

ঝোপের পাশে একটা পাখির
ডানা ভাঙ্গার শোক ছিলো,
শিকারী তার মত্ত হাতে
পাখিটাকেই খুঁজছিলো….
কোথাও কি কেউ কাঁদছিলো!
না, শুধু নষ্ট বাতাস বইছিলো…

ভোরের আলোয় পুকুর পাড়ে
একটা পাখির লাশ ছিলো,
নুপুর পড়া পা দুখানি
জলের পরে ভাসছিলো….
কোথাও কি কেউ কাঁদছিলো!!
না, না, শব্দ ওটা ভুল ছিলো
শহর জুড়ে উপহাসের
নানান খেলা চলছিলো…..

নষ্ট মেয়ে, নষ্ট বাতাস,আর
অন্য সবই ঠিক ছিলো….
সন্ধ্যা রাতে পুকুর পাড়ে!!!?
মেয়েটারই দোষ ছিলো……

কোথাও কি কেউ কাঁদছিলো!
না, না, শব্দ ওটা ভুল ছিলো,
পিশাচগুলো মধ্যরাতে
অট্টহাসি হাসছিলো……
তামাম শহর জুড়ে তখন
নষ্ট বাতাস বইছিলো…..।

শিমু কলি
০৭/১০/২০২০ইং