তোমাকে চাইতে পারি কিন্তু পেতে পারি না…
কিন্তু কেনো চাইতে পারি আর কেনই বা পেতে পারি না জানো কি তুমি?
হয়তো তুমিও আমার মতো… জানো না তার কারন
কিন্তু চাওয়া তো থেমে নেই…
ক্ষনে ক্ষনে পাওয়ার আশায় চাওয়া রা
মন বনে হারায়,,মৃদু কম্পনে হৃদয় জগৎ কাপায়।
তবুও আমি বার বার তোমাকে চাই
আবার ক্ষনেই নিজের ভুল ভাবনায় হারাই…
ঔ যে চাইতে পারি,পেতে পারিনা…
কষ্টে দুমড়ে মুচড়ে যায় ভেতরটা…
চাওয়ার পরেও পাওয়া হয়না অন্তর সীমানায় কেঁদে মরে ভেতর দুনিয়াটা…।
প্রহরের পর প্রহর গুনে পাওয়ার পথ খুঁজি
রাত্রির কালোর বুকে জোনাকিদের ডানায় উত্তর খুঁজি,,,কবে পাবো এ প্রশ্নের উত্তর,কবেই বা আমার চাওয়া গুলো পাওয়ার জগতে শালিক পাখি হয়ে উড়বে…
ভাবান্তর মনে নির্ঘুম রাত্রি কাটে আমার
তবুও যে উত্তর মিলে না আমার না পাওয়ার…
চাইলেও কেনো পেতে পারি না আমি…
চাওয়ার মাঝে নেইতো কোনো কমতি…
তবুও আমি পেতে পারি না তোমায়
ভেতর বন্দরে জেগে উঠা বিষে পুড়ে হৃদয়।
বার বার কেনো ফিরে আসি না পাওয়ার দুয়ার হতে
বার বার কেনো দমকা হাওয়ায় ভেসে আসে
পাবে না, পাবে না মৃদু ছন্দ…
কেনো এ কথায় মনে এত ব্যথা দন্দের সৃষ্টি
আমি তাহলে সত্যি পাবো না…
নাকি হঠাৎ ব্যথায় মন মানে না… বুঝিনা
মন আকাশে… অগোছালো কথারা ছুটোছুটি করে
মেলাতে পারি না উত্তর…
ভাবনারাও এক নিমিশে হতে পারে পর।
তবুও আমি খুঁজে চলি তারে
চাইতে পারি,কিন্তু যাকে পেতে পারি না…
এই চাওয়া গুলোর মাঝে তাকে লুকিয়ে বাঁচিয়ে রাখি
না পাওয়ার ভীড়ে জমা রাখি,,মাঝে মাঝে আবার খুঁজি,,এইতো আমার হলে এই ভাবি।
থাকো না প্রিয় দূরের আপন হয়েই
যেখানে থাকলে জানবে না,বুঝবে না কেহই
তুমি যে আমার শুধুই একজন
ভাবনায় খুঁজে পাওয়া সেই আপনজন…।
✍️ কামরুন্নাহার বীথি