বুকের ভিতর গল্প বলা নদী

আমার যদি থাকতো নদী,
একান্ত এক গল্প বলা।
বলতাম তাকে কাজের ফাঁকে,
ছিল যত গল্প তোলা।

দিনের শেষে নদীর পাশে,
দাঁড়িয়ে একটুখানি।
বলবো যত দুখ-গল্প তত,
ঝরিয়ে চোখের পানি।

গভীরে রাতে নদীর সাথে,
বলবো হাজার কথা।
নদীর জলে জোয়ার এলে,
ধুইয়ে নেবো ব্যথা।

রোজ সকালে হোক বিকেলে,
নদীর সাথে দেখা।
বেশ আলাপে মন খারাপে,
থাকব যখন একা।

নদীর সাথে দিন বা রাতে,
হবে কথার বিনিময়।
স্বপ্ন এঁকে চিরকুট লিখে,
পাঠিয়ে দেব আমার কল্পনায়।

এমন যদি থাকতো নদী,
আমার বুকের ভিতর।
নদীর বুকে স্বপ্ন সুখে,
ভাসিয়ে দিতাম গতর।

সাঁঝের বেলায় কল্প দোলায়,
নদীর পাশে বসে।
বলবো কথা সুখ কি ব্যথা,
পরান খুলে হেসে।

চোখের ভাঁজে বুকের মাঝে,
এমন নদী খুঁজি।
গল্প শেষে ঘুমের দেশে,
যাবো দুচোখ বুজি।

এম.জে. জান্নাতী
১৪/০৪/২২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!