Select Page

বিন্দু বন্ধু

বিন্দু বন্ধু

উবে যাবার অপেক্ষায়…
জং ধরা কাটাতারে
বারবার
প্রতিদিন
ভোরে আসি
ফিরে…

হাত বাড়াও
নিয়ে নাও
কথা দিচ্ছি
আসবো
প্রতিদিন
প্রতি ভোরে
ফিরে…

কথা দিয়েছো আসবে
চৈত্রের সকালেও?
জানি বর্ষায় ভাসবে
জং ধরা কাটাতার
মেনেছে হার
শুধু দেখেছে
অল্প সময়ের
শিশির বিন্দু
কেনো থাকনা
চিরস্থায়ী বন্ধু?

About The Author