আরণ্যকের পংক্তিমালা

Photo of author

By Mohammed Shams Uddin

১.
কোন ভুলে তুই ভুলবি আমায় বল?
আমি যে তোর অন্তরীক্ষ তোর চোখেরই জল।
২.
কোন সুরে তুই গাইবি আমার গান?
আমি যে তোর সঞ্চারিতে তোরই বাঁধা তান।
৩.
কোন রাগে তুই বাঁধবি আমার সুর?
আমার রাগে উথলে ওঠে ব্যাথার সমুদ্দুর।
৪.
তুই, আমায় ছেড়ে কেমন থাকিস বল?
ভুলতে গিয়ে ভুলেই যাস ভুলে যাওয়ার ছল।
৫.
কোন সুখে তুই বাড়িয়ে ছিলে হাত?
তোর ছোঁয়াতেই রক্তজবা হারিয়েছিল জাত।
৬.
তুই কোন আকাশে উড়াস এখন ঘুড়ি?
আজও কি তোর মন জুড়ে রয় মেঘপিওনের বাড়ি?

আরণ্যক শামছ
১০ মার্চ, ২০২২