আরো সাঁইত্রিশ বছর পরে

Photo of author

By QMA Quorashi

একদিন বিকেলে
রঙ উঠা নিকেলে
আলো নিভে এলে
জানালার ধারে
কাঁঠাল পাতার দোলা দেখে
মনে পড়ে
সেই গুল, ফাতু আর শুভ্রা
অভ্র আলোয়
সেই টনা,সেই টোকন
কোলাহল মাতন…
উহ্
আজ আর কেউ নেই তারা এখন।

আজো কাঁঠাল পাতারা আছে
কাঁপে তারা
যেনো দিশেহারা,
আমি আজো মৌনতায়
কালের বিষন্নতায়
মনের ছায়ায়
গোধুলির এই রিক্ততায় মুক হয়ে যায়।

দিন শেষে সন্ধ্যা নামে
আজানের ধ্বনি শুনি
এপারে আমি
ওপারে তারা
লেনদেন সারা।

হঠাৎ কাঁঠাল পাতারা ঝরে
আমি একা ঘরে
চোখের কোনে জলের ছায়ায়
তাহাদের হাতছানি দেখি…