প্রিয়তা তোমার মাঝে
নেই তো কোনো জড়তা
যেটুকু আছে সবটুকুই সরলতা…
সরলতা ফুটিয়ে তুলতেই
তোমার যতো রকম কথা…
অজান্তেই হেসে উঠো
আমার কথা শুনে,,
তাই তো তোমায় নিয়ে
পাশের বাড়ির ছেলেটি
গোপনে স্বপ্ন বুনে…
হাসি তো নয় যেন মুক্ত ঝড়ে
ভেতরে কাল বৈশাখী ঝর উঠে…
আড়ালে দাড়িয়ে তোমায় দেখে
আপন মনে রঙ মাখিয়ে
আশা নিয়ে বাঁচতে শিখে…
কেনো এত মায়া তোমার মাঝে
কেনো তার মনে
এত স্বপ্ন সাজাও
সকাল সাঁঝে…
আশা গুলো গমরে মরে
ভেতর টা কে ঝাজরা করে
কবে পাবে আপন করে
এই কথা ভেবে মরে…
হয়তো পাবো
হয়তো পাবো না
এই ভাবনায় দিন কাটে না…
কেনো… জন্ম থেকেই আমার হলে না।