আমি এক ডানা ছাড়া পাখি

Photo of author

By Kamrun Nahar Bithi

আমি এক ডানা ছাড়া পাখি
দূর দিগন্তের সীমানায় চেয়ে রই তোমার অপেক্ষায়
তবুও মনের স্পর্শ আজীবন উড়ার ইচ্ছা জাগে,,
কল্পনায় দূর-দূরান্তে ছূটে যাই তোমার খোঁজে
মেঘ বালিকার সঙ্গে হাওয়ার তালে তালে,,

তুমি তো ঐ আকাশের এক চিলতে নীল
আর আমি তো মেঘে মেঘে দিশেহারা স্বপ্নীল,,।
হঠাৎ হাওয়ায় ভেসে ভেসে এসো না,আমায়
একটু ভালোবাসো না,,,
তুমি তো মনের আলপনা তুমিই সেই প্রিয়
যাকে প্রতিটা মূহুর্তে,প্রতিটা ক্ষনে নিজের মতো ভেবে যাই আমার করে,,,।

আমি যেন মেঘবালার ছাঁয়া হয়েই পাশে আছি
তোমায় নিয়ে হাজার বছর বাঁচি
অব্যক্ত আশা গুলো ছুঁয়ে তোমায় নিয়ে একটু হাসি,,।
প্রত্যাশার আশা নিয়ে এগিয়ে চলি তোমার দিশায়,,
তুমি যে আমার সুখ পাখি
বলো তোমায় কোথায় রাখি,,,।

শত ভাবনারা তোমাকে ভাবে
সাত রঙের ছোঁয়ায় স্বপ্নেরা রঙিন হয় তোমাকে ঘিরে
আজও কতো ভাবনা তোমায় নিয়ে
তবুও হয় না বলা,হয় না গোছানো তোমাকে
আমার মতো করে,কল্পনায় সুখি করে
তোমার নিয়ে ভেসে চলি হৃদয়ের নীল সাগরে,,