Neela

আজ তোমাকে কেমন যেনো
উদাস উদাস লাগছে
আজব আজব প্রশ্ন কেনো
তোমার মনে জাগছে?

সত্যি করে বলো নীলা
এমন কেনো ভাবছো
কষ্টগুলো মনের মাঝে
কেনো ই পুষে রাখছো?

ভাবছো তুমি হারিয়ে গেলে
কেউ তোমাকে খুঁজবেনা
তোমার মনের কষ্টগুলো
হয়তো বা কেউ বুঝবেনা।

হয়তো মনে রাখবে না কেউ
কেউ বা মনে রাখবে
সত্যিকারের বন্ধু হলে
তার মনে ঠিক থাকবে।

কার জন্য মন উতলা
কার জন্য সাঁজবে?
তুমি দুরে চলে গেলে
হাঁফ ছেড়ে কেউ বাঁচবে।

দেখার কি আর সময় আছে
হাঁফ ছেড়ে কে বাঁচলো
আগ বাড়িয়ে, কেউ বা না হয়
মন খুশিতে নাচলো।

অরণ‍্যের কি দায় পড়েছে
তোমায় মনে রাখতে
ফুল গুল্ম লতা পাতা
তোমায় নিয়ে ভাবতে?

অরন‍্যকে বাসলে ভালো
ঠিক তোমাকে ভাববে
নতুন করে বেঁচে থাকার
ইচ্ছে টা ও জাগবে

ইকবাল হোসেন ভুঁইয়া
৮ই মার্চ, ২০২২ইং