সত্য কোনটা মিথ্যা কোনটা
বোঝা কঠিন দায়….
আমজনতা সব নাটকেই
সমান মজা পায়….
কে খারাপ আর কে যে ভালো
তর্ক জমে বেশ….
একটা নাটক শেষ না হতেই
অন্য আরেক কেস….
অনলাইনে গালিগালাজ
হট্টগোলের ভিড়….
আসল দোষী এই ফাঁকেতে
সবার কাছে পীর….
থাকলে টাকা অঢেল তোমার
করবে হেরেমখানা…
সুন্দরী আর সুরার মাঝে
তোমার স্বর্গখানা…..
কে আছে আর রুখবে তোমায়
কে আছে আটকাবে…..
অর্থ দিয়ে স্বার্থ তোমার
ঠিকই হাসিল হবে….
আমজনতা আম খাবে আর
চুষবে আমের আঁটি…
দেখে নাটক ভাববে,
কেনো আমরা চুনোপুঁটি….!!
থাকতো যদি অঢেল টাকা
পেতাম কত হুর-পরী….
হেরেম খানা থাকতো আমার
থাকতো প্রমোদ তরী…..
থাকতো আরো কত কিযে
ভাবতে ভালো লাগে…
রাগের বশে খিস্তিখেউড়
বিত্তশালীর ভাগে…..
কেনো হলাম আমজনতা
আহা, এতই মূল্যহীন….
ফেসবুকের প্রতিবাদেই
মেটাই দেশের ঋণ……