Select Page

অপেক্ষা

মুঠোয় নিয়ে চললে তুমি
স্বর্নচাঁপার প্রেম…..
স্বযত্নে আগলে রেখো
ভালোবাসার হেম….

সবুজ সকাল, হলুদ দুপুর….
কমলা রঙ বিকেল….
বেগুনি রঙের সন্ধ্যা আর
নীল নীলাভ রাত……
সঙ্গে করে নিয়ে গেলে
সুখের জলপ্রপাত……
রেখে গেছো যত্ন করে
ধুসর দিন আর রাত…..

স্বর্নচাপার বুকের কাছে
একটা জলের নদী….
এই নদীতে জোয়ার আসে
কাছে আসো যদি….

এসো প্রিয় ব্যাকুলতার
নিবিড় মুগ্ধতায়….
এসো তবে শরৎ মেঘের
ভরা পুর্নিমায়….
জোছনা রঙে মন ভিজিয়ে
আছি অপেক্ষায়….

About The Author