Select Page

পঁচিশে মার্চ কাল রাত

পঁচিশে মার্চ কাল রাত

উন্নিশ’শ একাত্তর সাল
তারিখ পঁচিশে মার্চ
নিরপদ নয় মসজিদ, মন্দির,
প‍্যাগোডা কিংবা চার্চ।

সেটাই ছিলো আমাদের দেশে
ইতিহাসে কাল রাত্রি
আতঙ্কে কাঁপা ঢাকা শহর
কে কখন মৃত্যু পথযাত্রী।

বুঝে গেছে তারা পারবেনা
স্বাধীনতা কে আর ঠেকাতে
বীর বঙ্গালীর অদম‍্য সাহস
খুব কাছে থেকে দেখাতে।

আলোচনা করে ঠিক হবে সব
জানায় যে পাক্ সরকার
মিথ্যে ওসব, কিছু একটা
আমাদের করা দরকার।

পাক হানাদারের দুষ্ট চিন্তা
উপায় কি কিছু নাই?
এই দেশকে দমাতে হলে
মেধাহীন করা চাই।

নীল নক্সার অংশ হিসাবে
পঁচিশে মার্চে রাতে
অতর্কিতে হামলা চালালো
ঢাকা সহ সারা বাংলাতে।

ঢাকা শহর ভেসে গেলো রাতে
নিরীহ লোকের রক্তে
শত শত লোক শহীদ হলেন
ফজর নামাজ ওয়াক্তে।

এই কাল রাতে সারা দেশ জুড়ে
শহীদ হাজারো লোক
এতোদিন পর ও তাই তো এখনো
ভুলতে পারি না শোক।

~ইকবাল হোসেন ভুঁইয়া

About The Author