হে শহীদ,
তুমি রক্ত দিয়েছো-
বায়ান্নের ভাষা আন্দোলনে,
মাতৃভাষাকে সুপ্রতিষ্ঠিত করতে
তুমি অকাতরে জীবন দিলে,
তোমার নিজের রক্ত দিয়ে
তুমি লিখে গেলে
বাংলা ভাষার নাম।
হে শহীদ,
তুমি রক্ত দিয়েছো-
একাত্তুরের স্বাধীনতা যুদ্ধে,
তোমার সসস্ত্র সংগ্রামে
প্রকম্পিত হয়েছিলো
পাক হানাদার বাহিনীর
ঘৃণ্য লোভী হৃদয়,
তোমার চোখের বজ্রানলে
পুড়ে ছারখার হলো
অন্যায়কারী কুচক্রী দেশদ্রোহীদের মুখোশ,
তোমার রক্তে এঁকে দিলে তুমি
একটি মানচিত্র
আর লাল সবুজের
একটি পতাকা,
ফিরে পেলাম আমরা স্বাধীনতা।
হে শহীদ,
তুমি রক্ত দিয়েছো-
নব্বই -এর গণ আন্দোলনে
কারণ তুমি গনতন্ত্র চেয়েছিলে,
তুমি চেয়েছিলে
মুক্তচিন্তায় স্বাধীনতার বহি:প্রকাশ।
হে শহীদ,
তোমরা আমাদের গর্ব,
তোমরা রক্ত দিয়েছো বলেই
সৃষ্টি হয়েছে এক একটি ইতিহাস।
~বিশ্বজিৎ চক্রবর্তী
২১শে ফেব্রুয়ারী, ২০২২ইং