কেমন ভালোবাসা?

Photo of author

By Iqbal Bhuiyan

কি হতে কি হলো ঠিক
জানিনা কি বুঝে
নীলার প্রেমে এবার বুঝি
পড়লাম আমি নিজে।

হরিনী সে চাহনী টা তার
মিষ্টি মুখের হাসি
সেই চোখেতে মন হারিয়ে
পড়লো গলায় ফাঁসী।

এইতো সেদিন মিষ্টি করে
বললো কেমন আছো
মন কে বলি , আর কটা দিন
প্রেমের জন্য বাঁচো।

প্রেমের ফাঁদে ফেঁসে গেলাম
কিভাবে কি হলো
সব কিছুতে নীলা দেখি
লাগছে এলোমেলো।

কালোকেশী লম্বা চুলে
লাগছে নীলা দারুণ
প্রেমে পড়ে অবস্থা টা
আমার ভীষণ করুণ।

টোল পড়া তার গোলাবী গাল
ঠোঁট দুটি তার লাল
মুক্তা ঝরা এক হাসিতে
আমার হলো কাল।

দেহের গড়ন বলবো কি আর
সাক্ষাৎ ঠিক পরী
প্রেম সাগরে মরছি ডুবে
এখন কি যে করি?

চার পাশেতে নীলা আমার
স্বপ্নে ঘুমের মাঝে
এ কোন জ্বালায় পড়লাম আমি
মন বসে না কাজে।

ভালোবাসী বলে নীলা
দেয়নি কোনো আশা
ধেৎতেরি ছাই , এটা আবার
কেমন ভালোবাসা?