চার চোখের মিলনে
আজ ভালোবাসার ভ্রুণের
স্হান হলো আমাদের
হৃদয় জঠরে!!
প্রতিটা নিঃশ্বাসে আমি
সে ভ্রুণের উপস্হিতি টের পেয়েছি,
সন্তানসম্ভবা মায়েরা যেভাবে
তার সন্তানকে উপলব্ধি করেন।
আমিও কত স্বপ্ন দেখেছি
এই ভ্রুণ বড়ো হবে!
আমাদের ভালোবাসার
সংসার হবে,
সংসারে সুখের নহর বইবে
আলাদিনের চেরাগের ছোঁয়ায়।
আমার সমস্ত আশা, আকাঙ্খা, স্বপ্ন,
ভালোবাসার
অকাল মৃত্যু হলো,
চল্লিশ মাস বয়সে
মিসক্যারেজের মাধ্যমে।
আমার ভালোবাসা
পরিণত হলো,
রাবণের লীলাখেলায়!!
আমি অমাবস্যায়
ম্লান হয়ে,
অসহায় চাঁদকে
করেছি আলোকিত।
দিনের পর দিন
একে একে চলে যায়
কষ্টের খেয়ায়
পরের সুখ পার করে।
আমি জানি না,
আমার সোনাজান
কোথায়,কিভাবে, কেমন
করে বেঁচে আছে?
বুকে বেদনার
বালুচর সাহারা হয়েছে
পঁয়ত্রিশ বছর ধরে।
আমার ভালোবাসার ভ্রুণ
ফিরে পেলাম উনচল্লিশ
বছর পরে।
আজ ভালোবাসা
বিস্তর বটবৃক্ষ,
বটবৃক্ষের বয়স একচল্লিশ।
বটবৃক্ষের বাতাসে
আজ হৃদয়পূর্ণ হয়
সুবাসিত অক্সিজেনে।
আর কার্বন ডাই অক্সাইড
আমাকে পারবে না
মৃত্যুর ভয় দেখাতে।
দশরথী দূর্গা
আজ রেখেছে
তার আর্শিবাদের হাত
পরম যতনে
আমার মাথায়!
কামরুজ্জামান খোকন
খুলনা,১৬.০৫.২০২২ ইং