Select Page

ভরসা

অন্ধকার ঘনিয়ে এলে আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকি…..
সেখানে লুকিয়ে থাকা হাজার সূর্যের আলো আমাকে বাঁচিয়ে দেয়….
একে তুমি নির্ভরতা ভাবো কিংবা ভরসা, ভাবতেও পারো আদিখ্যেতা…..
আমি শুধু জানি এ আমার গভীর হৃদয়ে
ভালোবাসার অনন্ত পূর্নতা….

দম বন্ধ করা অনুভুতিতেও আমি তোমার
বলিষ্ঠ হাতের দিকে তাকিয়ে থাকি….
স্বর্নলতার মতো জড়িয়ে ধরে যা আমাকে
নিয়ে যায় নির্ভার তোমার বুকের জমিনে…
একে তুমি ভাবতেই পারো বিলাসিতা কিংবা অন্য কিছু…
তাতে আমার কিচ্ছু যায় আসেনা…..
আমি শুধু জানি এ আমার অনন্তযৌবনা
ভালোবাসা, যা কোনোদিনও বৃদ্ধ হবেনা….

শিমু কলি
১৮/০৭/২০২০ইং

About The Author