Tuesday , 4 November 2025
Trending

ভগ্ন-বিশ্বাস!

তুমি কতটা ঠিক ছিলে তখনও জানিনি
ভালোবাস বলেছিলে,তাই মিথ্যে ভাবিনি।

আমি তখন তোমাতে ছিলাম মন্ত্র-মুগ্ধ,
তোমার কথা সত্যি জেনে করিনি টু শব্দ!

কতোটা বোকা ছিলাম তখন আমি
ছেড়েছি প্রিয়জন আর নিজ-ভূমি।

যখন জেনে গেছ,মনেপ্রাণে হয়েছি তোমার
করেছ অবহেলা আর তাচ্ছিল্য বারবার!

এই তোমাকে চিনতে না পেরে নিজেই
নিজেকে করেছি ঘেন্না আর অবহেলা।
ক্ষত-বিক্ষত মন নিয়ে কেটেছে কত বেলা!

তারপর তোমার আসার আশায় দিয়ে জলাঞ্জলি
লড়াই করে চলেছি নিজের সাথে হয়ে
ভালোবাসার মিথ্যে আশ্বাসের বলি!

ফাতেমা_হোসেন।
১৪/১২/২১
রাত ১২. ৫১ মিনিট।

Check Also

Saint Martin

কক্সবাজার ও সেন্টমার্টিন সমুদ্র দর্শন (পর্ব-৫)

পরদিন ভোর সাড়ে চারটায় এলার্মের শব্দে ঘুম ভাংলে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নামাজ পড়ে নির্ধারিত …