মানুষ মাঝে-মাঝে বেছে নেয়—
একাকিত্ব। কিন্তু কেন?
জীবন তো সুন্দর হবার কথা
আশপাশে থাকবে মেলা—
সব সুন্দরের।
কানের দূল নড়বে কিংবা
নাকফুল-ফুল-কৃষ্ণচুড়া
হাত প্রসারিত থাকবে বুক পেতে দেবার জন্যে
তারপরেও ভর করে একাকিত্ব
মরে গিয়ে আড়াল করতে ভাবনা হয়।
কিন্তু কেন?
কানের দূল নড়ে না
হাতের কাঁকন বাজে না
নাকফুল হাসে না
ভেসে যায় ঐ ভেলা
অন্ধকারে
বহুদূর…
©আলম – ৪ জানুয়ারী, ১৯৯৬ইং, ১২:৩৯, বাংলাদেশ সচিবালয়