আজো দাঁড়িয়ে আছি সেই শিরিষ গাছের ছায়াতলে,
প্রেমিকের অপেক্ষায় অধীর মনে
বলেছিল সে আসিবে, এক মুঠো ভালবাসা নিয়ে
সে থেকে অপেক্ষিত ক্লান্ত মন আছে যে ঠাঁই দাঁড়িয়ে।
স্বপ্ন দেখা তরুণীর জেগেছে যে মনে স্বপ্ন বাসর
আবিষ্ট চিত্তের বৃত্তে মনে চলে রঙের ও আসর।
কনে দেখা আলোয়
রাঙা প্রভাতের কিরণ প্রাতে
একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাতে
ভালবাসি বলিবে তারে
হাসি মাখানো ঝিলিক চোখে
মুগ্ধতার আবেশে তরুণীর মন
রাঙিবে যে আনন্দলোকে।
ঘন্টার পর ঘন্টা যায় মিনিট হয়ে পড়ে ক্লান্ত
তরুণী তবু অপেক্ষায় থাকে মন যে পরিশ্রান্ত।
এমনি করে সারাবেলা কাটে অপেক্ষার প্রহরে
ভালবাসা দিবস চলে যায় প্রতিবছর বেদনার শিয়রে।
তরুণীর অদূরে দাঁড়িয়ে থাকে তেমনই এক যুবক
অপেক্ষা ও তাকে ফাঁকি দিয়ে হৃদয় কে করে নরক।
অবশেষে বিধাতা ব্যাথাতুর হয়
দু প্রেমিকের আকুলতায়
দুজনের চোখাচোখি তে অলক্ষ্যে মনের কিনারে
পরস্পরের প্রতি ভালবাসার পরশ বুলিয়ে যায়।
নিরুত্তাপ মনে অকস্মাৎ জাগে তাই প্রেম
দন্ডায়মান তরুণীর প্রেমের মায়ায়
লাল গোলাপের গুচ্ছটি দিল যে তরুন
লাজে মাখা তরুণীর ভালবাসার ছায়ায়।
বলিল সে ভালবাসিবার দাও হে মোরে
অনুরাগের ছোঁয়াতে
সারাজীবন অপেক্ষারা হাসিবে
আমাদের ভালবাসার মেলাতে।
স্মরণিকা চৌধুরী
১৪/২/২২