ছোট্ট জলাশয় ভালোবাসতে চায় তটিনী কে
কিন্তু সে যে ছোটে সাগরের পানে ভালোবাসার টানে।
আর সেই সাগরের ভালোবাসা নিত্য ফেরে সৈকতে,
একবুক ভালোবাসা নিয়ে বিশাল উর্মিমালা হয়ে আছড়ে পড়ে সৈকতে বালুকার বুকে!
পাহাড়কে একতরফা ভালোবেসে কান্না হয়ে
ঝিরিঝিরি ঝরে চলে ঝর্নাধারা লোকালয়ে!
ভ্রুক্ষেপহীন পাহাড় তখন মেঘমালাকে ছুঁতে চেয়ে
গুরুগম্ভীর ভাব ভংগীতে উচ্চশিরে
অপলকে চেয়ে থাকে মেঘেদের পানে!
মেঘেদের সময় কোথায়!বাতাসের ভালোবাসার
টানে ছুটে বেড়ানো তাদের,হেথা থেকে অন্য কোথা!
দিগন্তের টানে বিস্তীর্ন মাঠ মনে হয় মিশে গেছে
কাছে যেতে যেতে দূরে সরে যায় মেলা না মেলার
স্পর্শ -অস্পর্শের দোলাচালে!
পর্বতকে ভালোবেসে জয়ের নেশায় মত্ত মানুষ
প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে চলে
ভালোবাসার টানে জীবনকে বাজি রেখে!
মানবীর তরে মানবের প্রেম,উচুর তরে নিচু
প্রকাশিত হলে, ছাড়াছাড়ি হয়েও ছাড়েনাতো
কেউ কারো পিছু।
জাত -কূল মান ধর্ম-অধর্ম নিয়ে দাম্ভিকতা অনাচার
অত্যাচার আর চোখ রাংগানি চলে কতো শত!
প্রকৃতি তার প্রেম করেছে উজাড় প্রাণীজগতের তরে
মিথ্যে জেনেও সেই প্রেমের বলি হয়ে কত শত জন মরে।
যারা পায় তাদের জীবন হয় সফল একথা সবাই জানে!
ফাতেমা_হোসেন
২২/২/২২