valobasha oto sohoj noy

আছে মিথ্যে, আছে সত্যি
আছে বিশ্বাস, আছে ধোকা
আছে হাসি,আছে কান্না
আছে অনেক কষ্ট।

ভালোবাসা অতো সহজ নয়
আছে মায়া, আছে বন্ধন
আছে অনেক বেদনা
আছে সান্তনা, আছে স্বপ্ন
তেমনি আছে অবহেলা।

ভালোবাসা অতো সহজ নয়

লীনা ফারজানা
৪ জানুয়ারি,২০২২ ইং